কোভিডে সংক্রমণ কমল কলকাতা সহ রাজ্যে, মৃত্যু কমছেই না উত্তর ২৪ পরগণায়

 কোভিডে সংক্রমণ আরও কমল রাজ্যে। যদিও বিশেষ কমেনি মৃত্যুর সংখ্য়া।  শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত  ১৪৫ জন এবং সংক্রমণ ১২ হাজার ১৯৩ জন।এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আবডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।
 

Asianet News Bangla | Published : May 29, 2021 5:01 AM IST

16
কোভিডে সংক্রমণ কমল কলকাতা সহ রাজ্যে, মৃত্যু কমছেই না  উত্তর ২৪ পরগণায়

 
 শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা   ১৪৫  জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৩০ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,৩৫১ ।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।

26


 শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা  ১৮৫৭ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ২৯০,৫৫৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৩৪৩,৪৪২ জন।  

36


করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ২৫২৫ জন।  চিন্তা বাড়িয়ে সব জেলা সহ কলকাতাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ১ ২ হাজার ১৯৩ জন।
 

46

 শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ১২৩,৩৭৭ জন কমে ১০৯,৮০৬ জন।  

56

 শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,৩৯৬ জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১৮, ৫১৬ জন। 

66

 সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে একদিনে আবার বেড়ে ৯০.৭০ শতাংশ।

Share this Photo Gallery
click me!
Recommended Photos