রাজা থেকে প্রজা রেহাই নেই কারো, করোনা আক্রান্ত বিশ্বের প্রথমসারির নেতা ও তাঁদের স্ত্রীরাও

করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই নেই রাজা-প্রজা কারও। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এই অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত  ব্রিটেনের রাজকুমার প্রিন্স চার্লসও। রেহাই মেলেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর। করোন জীবানু পাওয়া গেছে, স্প্যানিশ প্রধানমন্ত্রী ও কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর নমুনা পরীক্ষার পরে। করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও। ব্রিটেন ও ইরানের স্বাস্থ্য মন্ত্রীরাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে বিশ্বের প্রথমসারির নেতা বা তাঁদের গৃহিনীরা কিন্তু আক্রান্ত হওয়ার পরই নিজেকে স্বেচ্ছাবন্দি করে রেখেছিলেন। নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন বাকি সকলের থেকে। মেনে চলেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইড লাইন। প্রয়োজনীয় সমস্ত কাজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন সামাজিক দূরত্ব বজায় রাখার ওপরেই। 

Asianet News Bangla | Published : Apr 7, 2020 9:18 AM IST / Updated: Apr 07 2020, 02:53 PM IST

110
রাজা থেকে প্রজা রেহাই নেই কারো, করোনা আক্রান্ত বিশ্বের প্রথমসারির নেতা ও তাঁদের স্ত্রীরাও
করোনাভাইরাসের হামলা খাস ব্রিটেন রাজবাড়িতেও। সংক্রমিত হয়ে রীতিমত কোয়ারেন্টাইনে যেতে হয়েছে প্রিন্স চার্লসকে।
210
করোনার জীবানু থেকে রেহাই পানননি খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাকাবুকে এই নেতা রীতিমত কাবু। হোম কোয়ারেন্টাইন থেকে হাসপাতালে পাঠাতে হয়েছে।
310
ব্রিটেনের এক স্বাস্থ্য মন্ত্রীও কাবু করোনাভাইরাসে। নাদিনে ডোরিসও নিজেকে স্বেচ্ছাবন্দি করে রেখেছিলেন।
410
করোনার হামলা কনাডার প্রধানমন্ত্রীর বাড়িতে। আক্রান্ত জাস্টিন টুডোর স্ত্রী সোফিয়া টুডো। স্ত্রী আক্রান্ত হওয়ার পরই আইসোলেশনে চলে যান জাস্টিন টুডো।
510
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীও করোনভাইরাসের সংক্রমিত। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানান হয়েছে বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন।
610
করোনাভাইরাসে সংক্রমিত খোদ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালেই কোয়ারেন্টিনে রয়েছেন পিটার দুটোন।
710
বিলেতের স্বাস্থ্য সচিবও করোনাভাইরাসে আক্রান্ত। স্বেচ্ছাবন্দি থেকেই তিনি নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
810
ইউরোপিয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী মিচেল বার্নিয়ারকেও ছাড়ে দেয়নি করোনাভাইরাস। তবে এখন তিনি সুস্থ রয়েছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
910
ইরানের উপস্বাস্থ্য মন্ত্রী হরিচিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
1010
ইরানের একজন উপরাষ্ট্রপতি মাসুমেহ এবেটেকাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফেব্রুয়ারিতে। তিনি ইরানের প্রেসিডেন্টের অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন।
Share this Photo Gallery
click me!
Recommended Photos