করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই নেই রাজা-প্রজা কারও। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এই অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের রাজকুমার প্রিন্স চার্লসও। রেহাই মেলেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর। করোন জীবানু পাওয়া গেছে, স্প্যানিশ প্রধানমন্ত্রী ও কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর নমুনা পরীক্ষার পরে। করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও। ব্রিটেন ও ইরানের স্বাস্থ্য মন্ত্রীরাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে বিশ্বের প্রথমসারির নেতা বা তাঁদের গৃহিনীরা কিন্তু আক্রান্ত হওয়ার পরই নিজেকে স্বেচ্ছাবন্দি করে রেখেছিলেন। নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন বাকি সকলের থেকে। মেনে চলেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইড লাইন। প্রয়োজনীয় সমস্ত কাজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন সামাজিক দূরত্ব বজায় রাখার ওপরেই।