ত্বকে ফুসকুড়ি
করোনার নয়া লক্ষণ হিসেবে দেখা দিচ্ছে ত্বকের ফুসকুড়ি এবং ফোস্কা। ঘাড়ের পিছন, উরু, এমনকী পায়ের আঙ্গুলেও তা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের সমস্যা এবং কোভিডের উপসর্গের মধ্যে আলাদা করা বেশ কঠিন। তবে এগুলি শরীরে দেখা দিলেই সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। জ্বর, কাশি, ক্লান্তির মতো কোভিডের এই উপসর্গগুলি রয়েছে কি না খেয়াল করতে বলছেন বিশেষজ্ঞরা।