করোনাভাইরাসে সংক্রমণের প্রভাবে রীতিমত ত্রস্ত ভারত। গোটা দেশেই কাঁপছে আতঙ্কে। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের পথে হেঁটেছে গোটা দেশ। এই অবস্থায় পিছিয়ে নেই আমাদের রাজ্যও। বন্ধ হয়ে গেছে দেশের লাইফলান। শুনাশান রেলওয়ে স্টেশন। একই ছবি বড়বড় বাসস্ট্যান্ড গুলিতে। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস। ভিড় শুধু হাসপাতাল গুলিতে। যেখানে করোনার চিকিৎসা হচ্ছে সেখানে আর তিল ধরানোর জায়গা নেই। মঙ্গলবার রাত থেকে ভারতের আকাশে আর দেখতে পাওয়া যাবে না কোনও যাত্রীবাহী বিমান। কিন্তু জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখনও প্রাণ হাতে করেই নামছেন রাস্তায়। সামাজিক দূরত্ব বজায় রাখতে মরিয়া সবাই।