জানেন কি, এই খাবারগুলি পাতে রাখলেই কাছে ঘেষবে না করোনা ভাইরাস, দেখে নিন তালিকা

করোনা ভাইরাস নামটা শুনলেই প্রত্যেকেই যেন আতঙ্কিত।  একের পর এক শহরে মুহূর্তের মধ্যে প্রবেশ করছে এই ভাইরাস।  একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস।  মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তো রয়েছে এর পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে, যা করোনা ভাইরাস প্রতিরোধ করে। দেখে নিন সেই তালিকা।
 

Riya Das | Published : Apr 27, 2021 10:43 AM IST
17
জানেন কি, এই খাবারগুলি পাতে রাখলেই কাছে ঘেষবে না করোনা ভাইরাস, দেখে নিন তালিকা

 প্রতিদিনের খাদ্যতালিকায় আদা রাখুন। রান্না করা আদা যেমন খাবেন তেমনি  দিনে অন্তত এক-দুবার আদা চাও খেতে পারেন।
 

27

কাঁচা রসুন খুবই উপকারী। এই ভাইরাস প্রতিরোধ করতে কাঁচা রসুন  উপকারী। তবে রান্না করা রসুনে সেই গুণ অতটাও মেলে না। 

37


গ্রিন ভেজিটেবিল প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। সিদ্ধ ও রান্না  করে  দুভাবেই এই ভেজিটেবিল খেতে পারেন।

47

মরশুমি ফল অবশ্যই খাবেন। পেয়ারা , জাম অবশ্যই রাখবেন।

57


প্রতিদিন ঘুম থেকে উঠে গ্রিন টি খান। দিনে ২- ৩ বার অবশ্যই খাবেন। এতে শরীর যেমন ঠিক থাকবে তেমনি মেদও ঝরবে।

67


প্রতিদিন দুপুরের খাওয়ার পর টকদই অবশ্যই খান। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তেমনি ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

77

শরীরের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য হলুদের সঙ্গে গোলমরিচ, নারকেলের দুধ, ঘি মিশিয়ে খান।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos