পুরুষ না মহিলা, করোনা ভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছেন কারা, মহামারিতে এল ভয়ঙ্কর তথ্য


করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী ।  মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে  মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সম্প্রতি করোনা নিয়ে এক গবেষণা প্রকাশ্যে এসেছে,যা শুনেই কালঘাম ছুটছে সকলেরই।  নতুন গবেষণায় দেখা গেছে, মেয়েদের তুলনায় পুরুষরা অনেক বেশি করোনায় আক্রান্ত হচ্ছে, যা শরীরে অনেক বেশি ভয়ঙ্কর প্রভাব ফেলছে।

Riya Das | Published : Apr 28, 2021 9:23 AM IST

17
পুরুষ না মহিলা, করোনা ভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছেন কারা, মহামারিতে এল ভয়ঙ্কর তথ্য

সম্প্রতি করোনা নিয়ে নতুন গবেষণা প্রকাশ্যে এসেছে,  যা শুনেই কালঘাম ছুটছে সকলেরই।  নতুন গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষদের শরীরে অনেক বেশি ভয়ঙ্কর করোনা ভাইরাস।

27

নারী দেহের তুলনায় পুরুষদের শরীরে এমন কয়েকটি এনজাইম বা উৎসেচক রয়েছে, যা করোনা সংক্রমণে সাহায্য করছে। 

37

সম্প্রতি  ইউরোপের একদল গবেষক এমনই এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। প্রধানত মানব শরীরের কিডনি, হৃদযন্ত্র,  অন্যান্য অংশে এই এনজাইমটি দেখতে পাওয়া যায়।

47

 কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষদের শরীরে এই ধরনের এনজাইমের পরিমাণ অনেক বেশি ।

57

 কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষদের শরীরে এই ধরনের এনজাইমের পরিমাণ অনেক বেশি ।

67

সমীক্ষায় দেখা গেছে, শক্তিশালী বায়োমেকার এসিইটু নারীর তুলায় পুরুষের শরীরে অনেক বেশি রয়েছে। 

77

যেহেতু পুরুষের শরীরে এই এনজাইম নারীদের তুলনায় বেশি, তাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পুরুষেরই বেশি।

Share this Photo Gallery
click me!
Recommended Photos