ভারত বনাম বাংলাদেশ - নজরে এই পাঁচ তারকা সংঘাত

বিশ্বকাপে ভারতের অপরাজেয় অভিযান ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে থেমে গিয়েছে। বলা যেতে পারে নকআউট পর্বের আগে একটা 'রিয়েলিটি চেক' হয়েছে বিরাট কোহলিদের। এতদিন জিততে থাকায় যেসব ভুল কার্পেটের তলায় ছিল, সেই সব চলে এসেছে প্রকাশ্যে। ভারত-বাংলাদেশ দুই দলের কারোরই সেমিফাইনালে জায়গা এখনও পাকা নয়। কাজেই একটা দুর্ধর্ষ মোকাবিলার আশা করা হচ্ছে। তবে দুই দলের যা তারকা উপস্থিতি তাতে শুধু মাত্র তাদের ব্যক্তিগত সংঘাতই ম্যাচকে অন্য মাত্রা দিতে পারে। আবার এই ব্যক্তিগত যুদ্ধগুলোই ম্যাচের ভবিষ্যতেও দারুণ প্রভাব ফেলবে।

 

amartya lahiri | Published : Jul 2, 2019 12:45 PM / Updated: Jul 02 2019, 12:50 PM IST
15
ভারত বনাম বাংলাদেশ - নজরে এই পাঁচ তারকা সংঘাত
রোহিত শর্মা বনাম মুস্তাফিজুর রহমান - দারুণ ফর্মে আছেন রোহিত। তবে মুস্তাফিজুর রহমানের বাঁহাতি কাটারের সামনে আগেও বিপদে পড়েছেন, এইদিনও নতুন বলে পাওয়ারপ্লের ওভারে তাঁকে খেলতে সমস্য়ায় পড়তে পারেন।
25
বিরাট কোহলি বনাম সাকিব আল হাসান - কোহলি ক্রিজে এলে মাশরাফি মোর্তাজাকে তাঁর বিশ্বস্ত অস্ত্র সাকিবকে আক্রমণে আনতে পারেন। এই টুর্নামেন্টে সাকিব একটা অন্য পর্যায়ের ফর্মে রয়েছেন। বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে কিন্তু কোহলির একটু অসুবিধা হয়।
35
মহম্মদ শামি বনাম সাকিব আল হাসান - ৩ ম্যাচেই ১৩ উইকেট নিয়েছেন শামি। প্রতি ম্যাচে ৪টে অন্তত উইকেট নেওয়া অভ্যাস করে ফেলেছেন। ইংল্যান্ড ম্যাচে শেষের দিকে মার খেলেও মাঝের ওভারে একটি দুরন্ত স্পেল করেছিলেন। ব্য়াট হাতে সাকিব নামলে শুরুতেই তাঁকে ফিরিয়ে দিতে কোহলি শামিকে কাজে লাগাতে চাইবেন।
45
জসপ্রীত বুমরা বনাম মুশফিকুর রহিম - বাংলাদেশের মিডল অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য নাম মুশফিকুর রহিম। ইনিংসের মাঝে বুমরার মুখে পড়তে হতে পারে তাঁকে। এই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ম্যাচের ফলাফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রানও কিন্তু মুশফিকুর প্রায় একা হাতে তুলে দিয়েছিলেন।
55
মেহেদি হাসান বনাম মহেন্দ্র সিং ধোনি - সাম্প্রতিককালে স্পিনারদের বিরুদ্ধে ধোনির দুর্বলতা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্পিনাররা আসলেই প্রাক্তন ভারত অধিনায়কের রানের গতি থমকে যাচ্ছে। ধোনি ক্রিজে ক্রিকেট বিশ্বে অন্যান্য অধিনায়কের মতো মাশরাফি বলটা তুলে দিতে পারেন তাঁর দলের স্পিনার মেহিদির হাতে। ধোনি আরও একবার সমালোচকদের জবাব দিতে পারেন কিনা সেটাই দেখার।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos