নিজের বায়োপিক তৈরির খবর নিজেই ট্যুইট করে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ক্রিকেট জীবনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন। তার কেরিয়ারের একাধিক মুহুর্ত ও রেকর্ড গড়ে তুলে ধরা হবে এই বায়োপিকে। যা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় করছেন কোটি কোটি সৌরভ ভক্তরাও। সৌরভের কেরিয়ারে এমন অনেক রেকর্ড রয়েছে যা অনেকের অজানা। সৌরভের বায়োপিক তৈরির খবরে মাজেই জেনে নিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারের ১০টি রেকর্ড যা অনেকের অজানা।