কে রইল দলে, আর কে পড়ল বাদ, দেখে নিন পঞ্চম টেস্ট টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

ওভাল টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। ৫ ম্য়াচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট ব্রিগেড। ম্য়াঞ্চেস্টারে পঞ্চম টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। তবে ড্র নয়, জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে ভারতীয় দল। পঞ্চম টেস্টে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তনও। দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ।

Sudip Paul | Published : Sep 9, 2021 12:40 PM IST

111
কে রইল দলে, আর কে পড়ল বাদ, দেখে নিন পঞ্চম টেস্ট টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন রোহিত শর্মা। সবকটি টেস্টেই ওপেনিং জুটিতে ভারতীয় দলকে ভরসা দিয়েছেন 'হিটম্যান'। ওভাল টেস্টে সেঞ্চুরি করে পেয়েছেন ম্যান অব দ্য ম্য়াচ। পঞ্চম টেস্টেও রোহিতের ব্য়াটে বড় ইনিংস দেখার অপেক্ষা।
 

211

কেএল রাহুলও ইংল্যান্ড সফরে ছন্দে ব্যাটিং করছেন ওপেনিংয়ে। প্রথম টেস্টে অর্ধশতরানের পর লর্ডস টেস্টে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল। লিডসেও রাহুলের ব্যাটে রান না আসলেও, ওভালে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেছিলেন। ম্যাঞ্চেস্টারে আরও একটি সেঞ্চুরির অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

311

ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ তিনি। ব্য়াটে দীর্ঘ দিন বড় রান না আসায় উঠছিল প্রশ্ন। লিডসে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস  ও ওভালেও দ্বিতীয় ইনিংসে দলের সবথেকে প্রয়োজনের সময় ৬১ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
 

411

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একাধিক হাফ সেঞ্চুরি করলেও এখনও সেঞ্চুরি অধরা বিরাট কোহলির ব্যাটে। ম্য়াঞ্চেস্টারে শেষ ম্যাচে কোহলির ব্যাটে সেই শতরান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
 

511

ব্য়াটে রানের খরা নিয়ে চিন্তিত ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির ডেপুটি অজিঙ্কে রাহানে।  লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেও লিডসে ও ওভালে রান আসেনি রাহানের ব্য়াটে। ম্যাঞ্চেস্টারে সুযোগ পেলে রানে ফেরাই লক্ষ্য রাহানের। তবে ওভালে রাহানাকে দল থেকে বাদ দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। রাহানের জায়গায় সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়ার জল্পনাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে সূর্যকুমারের।
 

611

ওভাল টেস্টে প্রয়োজনের সময় দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৫০ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারে শেষ টেস্টে ব্যাটে বড় রান করার জন্য মরিয়া ভারতীয় উইকেট রক্ষক।

711

সিরিজে প্রতি ম্যাচে অলরাউন্ডার হিসেবে খেলেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ওভালে অল রাউন্ডারের জায়গাটা অনেকটাই পূরণ করে দিয়েছেন শার্দুল ঠাকুর। ফলে ম্যাঞ্চেস্টারে পেস সহায়ক উইকেটে জাদেজা খেলার সম্ভাবনা বেশি হলেও, সিরিজে প্রথমবার সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
 

811

ভারতীয় পেস অ্যাটাক এই মুহূর্তের বিশ্ব সেরা। সেই অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হলেন মহম্মদ শামি। সিরিজে প্রতিটি টেস্টে আগুন ঝড়ালেও চতুর্থ টেস্টে সামান্য চোটের কারণে খেলেন তিনি। পঞ্চম টেস্টে পুরো ফিট শামি ফলে তিনি দলে ফিরছেন।
 

911

ইংল্যান্ডের বিরদ্ধে সিরিজিতে প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরা। সিরিজে ১৮টি উইকেট নিয়ে ইতিমধ্যেই দ্বিতীয় সেরা তিনি। পঞ্চম টেস্টেও আগুন ঝরাতে প্রস্তুত বুমবুম।
 

1011

প্রথম টেস্টে ভালো বোলিং করেছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু চোটের কারণে তাকে দলের বাইরে যেতে হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন ইশান্ত শর্মা। চতুর্থ টেস্টে শার্দুল ঠাকুর দলে ফিরে ব্যাটে-বলে অনবদ্য় পারফর্ম করেছেন। পঞ্চম টেস্টেও পারফর্ম করতে তৈরি শার্দুল।
 

1111

চতুর্থ টেস্টে প্রথম সিরিজে সুযোগ পেয়েই অনবদ্য বোলিং করেছেন উমেশ যাদব। ম্য়াচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।  ফলে পঞ্চম টেস্টে তার দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সমস্যায় নয়। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos