কেএল রাহুলও ইংল্যান্ড সফরে ছন্দে ব্যাটিং করছেন ওপেনিংয়ে। প্রথম টেস্টে অর্ধশতরানের পর লর্ডস টেস্টে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল। লিডসেও রাহুলের ব্যাটে রান না আসলেও, ওভালে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেছিলেন। ম্যাঞ্চেস্টারে আরও একটি সেঞ্চুরির অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।