সেই ১৯৮৩। অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অবিশ্বাস্যভাবে বিশ্ব জয় করেছিল কপিল দেবের ভারত। তারপর প্রতি বিশ্বকাপে আশায় বুক বাঁধলেও স্বপ্নপূরণ হয়নি। মাঝে ২০০৩ সালে সৌরভের নেতত্বে ফাইনালে উঠলেও ট্রফি জয় হয়নি। তারপর ২০১১। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটলা ধোনির টিম ইন্ডিয়া। ২০১১ সালের ২ এপ্রিল ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব জয় করে ভারত। তারপর কেটে গিয়েছে ১০ বছর। শুক্রবার সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। দিকে দিকে চলছে বিশ্ব জয়ের এক দশক সেলিব্রেশন।