১৯৮৩ সালের ২৫ জুন। ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) ইতিহাসের এক স্বর্ণজ্জ্বল দিন। ৩৯ বছর আগে এই দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ (1983 World Cup) জিতেছিল কপিল দেবের (Kapil Dev)নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শনিবার তার ৩৯তম বর্ষপূর্তিতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সেই দলের সদস্যরা। ভারতে প্রথম বিশ্বজয়ের নায়কদের প্রতি দেসবাশীর আববেগটাই আলাদা। চলুন দেখা যাক ৩৯ বছর পর ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা এখন কোথায় আছেন, কী করছেন।