তৌকির আরও জানিয়েছেন, জগমোহন ডালমিয়ার জন্যই আইসিসি শেষ পর্যন্ত মেনে নিয়েছিল, তার বোলিং অ্য়াকশনে ত্রুটির কারণটি চিকিৎসা সংক্রান্ত, একটি জন্মগত সমস্যা। জন্মের সময়ই আখতার যে হাতে বল করতেন, অর্থাৎ তাঁর ডানহাতে একটি সমস্যা ছিল, যাকে চিকিৎসা পরিভাষায় বললা হয় হাইপার এলবো এক্সটেনশন। অর্থাৎ সাধারণ মানুষের থেকে কনুই বেশি বাঁকে। সেই যুক্তি মেনে নিয়েই আখতার-কে খেলতে দেওয়া হয়েছিল।