বিয়ের আসরেই চরম ঘনিষ্ঠ মুহূর্তে জাম্পা ও তার স্ত্রী, দেখুন অজি তারকার ওয়েডিং অ্যালবাম

Published : Jun 25, 2021, 04:44 PM ISTUpdated : Jun 25, 2021, 04:49 PM IST

করোনা কারণে দুবার পিছিয়ে গিয়েছে বিয়ে। অবশেষ নিজের বান্ধবীকে বিয়ে করলেন অজি স্পনিরা অ্যাডাম জাম্পা। করোনা আবহে ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাম্বা হ্যারিয়েট পালমার। দেখুন তাদের বিয়ের অ্যালবাম।  

PREV
110
বিয়ের আসরেই চরম ঘনিষ্ঠ মুহূর্তে জাম্পা ও তার স্ত্রী, দেখুন অজি তারকার ওয়েডিং অ্যালবাম

বিয়ে করলনে অস্ট্রেলিয়া দলের তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।                    ছবি সৌঃ ইনস্টাগ্রাম

210

নিজের দীর্ঘ দিনের বান্ধবী হ্যাটি পালমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাম্পা।               ছবি সৌঃ ইনস্টাগ্রাম

310

২০১৭ সাল থেকেই হ্যাটি পালমারের সঙ্গে সম্পর্কে রয়েছেন অ্যাডাম জাম্পা।              ছবি সৌঃ ইনস্টাগ্রাম

410

তাদের বিয়ের একাধিক ছবি বার বার সামনে এসেছে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।          ছবি সৌঃ ইনস্টাগ্রাম

510

গত সোমবার বিয়ে করেন জাম্পা। নিউ সাউথ ওয়েলসসকে বসেছিলল অজি স্পিনারের বিয়ের আসর।              ছবি সৌঃ ইনস্টাগ্রাম

610

তবে নিজের বিয়ের বিষয়ে কিছুই জানানি অজি স্পিনার। তাই এতদিন বিষয়টি অনেকেরই অজানা ছিল।                          ছবি সৌঃ ইনস্টাগ্রাম

710

জাম্পার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাঁরই বিয়ের দায়িত্বে থাকা এক বিবাহ আয়োজক সংস্থা।                 ছবি সৌঃ ইনস্টাগ্রাম

810

সোশ্যাল মিডিয়ায় বিয়েতে ঘনিষ্ঠ মুহূর্তেও ধরা দিয়েছেন জাম্পা ও তার স্ত্রী। যেখানে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে।                             ছবি সৌঃ ইনস্টাগ্রাম

910

বিয়ের ছবিতে খুবই রোমান্টি দেখায় নব দম্পতিকে। অনুষ্ঠানে একাধিক মজার মুহূর্ত উপভোগ করেন অজি তারকা ও তার স্ত্রী।               ছবি সৌঃ ইনস্টাগ্রাম

1010

তারপরই সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ঝড়ে গতিতে ছড়িয়ে পড়ে। সকলেই শুভেচ্ছা জানান নব দম্পতিকে।                           ছবি সৌঃ ইনস্টাগ্রাম

click me!

Recommended Stories