একইদিনে যখন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের বর্ষপূর্তিতে সম্মান জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেই দিনই আরও একবার আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।লাগাতার আইসিসি ট্রফিতে ব্যর্থ হওয়ায় কোহলির অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। এক ঝলকে দেখে নিন আইসিসি ট্রফিতে ব্যাটসম্যান ও অধিনায়ক ধোনির পরিসংখ্যান।
২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২১ বলে মাত্র ৯ রান করেছিলেন বিরাট কোহলি।
212
২০১১ বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলি ৪৯ বলে ৩৫ রান করেছিলেন। ধোনি, গম্ভীরা অনবদ্য ব্যাটিং করে ভারতকে বিশ্বকাপ জেতায়।
312
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ও ২০১৪ টি২০ বিশ্বকাপ ফাইনালে রান পেয়েছিলেন কোহলি। করেছিলেন ৪৩ ও ৭৭ রান।
412
তবে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি ভারত ধোনির অধিনায়কত্বে জিতলেও, ২০১৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।
512
২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তাকিয়েছিল কোহলির চওড়া ব্যাটের দিকে। কোহলি করেন মাত্র ১ রান।
612
২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট রান পেলেও, ম্যাচ হারতে হয়েছিল ভারতকে।
712
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র ৫ রান করেছিলেন কোহলি। সেবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল কোহলির ভারতকে।
812
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্জের বিরুদ্ধেও ৬ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি।
912
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির রান মাত্র ৫৭। প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৩ রান।.
1012
টি টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্যাপ্টেন কোহলি ব্যর্থ ট্রফি জিততে। ফলে দু-একবার বাদ দিলে, আইসিসি ট্রফিতে ব্যাটসম্যান ও অধিনায়ক কোহলির প্রাপ্তির ঝুলি ফাঁকাই। আইসিসি ট্রফি জয়ে অপেক্ষা আরও বাড়ল অধিনায়ক কোহলির।
1112
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির ব্যর্থতার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারতের নতুন অধিনায়কের দাবিও জানিয়েছেন।
1212
তবে আইসিসি ট্রফি বাদ দিলে এমনিতে বিরাটের যা পরিসংখ্যান তাতে এই মুহূর্তে বিরাটের অধিনায়কত্ব যাওয়ার কোনও সম্ভাবনা নেই। পরবর্তিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও টি২০ বিশ্বকাপ জেতাই এখন প্রধান লক্ষ্য ক্যাপ্টেন কোহলির।