সময় যে কতটা বদলে দিতে পারে একটা মানুষকে তার জ্বলজ্য়ান্ত উদাহরণ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মাঠে রগচটা মেজাজ, রকমারি স্টাইল, বিতর্ক যেই ক্রিকেটারের নিত্য সঙ্গী ছিল। নিজে বাবা হওয়া, বাবার মৃত্যু ও চোট পুরোপুরি বদলে দিয়েছে একটা মানুষকে। ২২ গজের পারফরম্য়ান্সেও এখনও হার্দিক অনেক পরিণত। এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট-বলে যেভাবে পারফর্ম করেছেন তা ক্রিকেট বিশ্বে প্রশংসিত হচ্ছে। ঠান্ডা মাথার হার্দিক এখন অনেক বেশি পরিণত। যার ফলে পরিবর্তন এসেথে অনেক কিছুতেই। আইপিএলে প্রথমবার অধিনায়ক হয়েই গজরাট টাইনাটনসকে চ্যাম্পিয়ন করা থেকে ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে একের পর অনবদ্য পারফরম্যান্স, যা ব্র্যান্ড ভ্যালু (Brand Value) আকাশ ছোঁয়া করেছে হার্দিকের। পেছনে ফেলছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) ।