এশিয়ার ক্রিকেটে কে সেরা, তা নির্ধারণের জন্য ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council)হাত ধরে শুরু হয় এশিয়া কাপ। এশিয়া মহাদেশে ক্রিকেট জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে খুবই স্বল্প পরিসরে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এসিসি’র পূর্ণকালীন সদস্য। এছাড়া সহযোগী দেশ আছে আরও ২৪টি। এশিয়া কাপ এখন পর্যন্ত ১৪বার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার বছর পরে এবার আমিরশাহিতে বসতে চলেছে এশিয়া কাপের (Asia Cup 2022) আসর। ২৭ অগাস্ট শুভ সূচনা। এবার টুর্নামেন্ট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে (T20)। তার মধ্যে কে কতবার জিতেছে এক ঝলকে দেখে নিন।