এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ উইকেট শিকারী, তালিকায় নেই কোনও ভারতীয় বোলার

৪ বছরের অপেক্ষার পর ফের একবার শুরু হতে চলেছে এশিয়া মহাদেশে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা (Asia Cup 2022) । ১৫ তম আসর শুরুর আগে প্রতিযোগিতার ইতিহাসে নান রেকর্ড নিয়ে ক্রিকেট প্রেমিদের জানার কৌতুহল কম নয়। আজ আপনাদের সামনে তুলে ধরব  এশিয়া কাপের ইতহাসে (Asia Cup history)সবেথেকে বিশে উইকেট শিকারীদের মধ্যে প্রথম ৫ জনের তালিকা (Top 5 Run Scorers Of Asia Cup)। 
 

Sudip Paul | Published : Aug 26, 2022 10:38 AM IST / Updated: Aug 26 2022, 04:47 PM IST
15
এশিয়া কাপের ইতিহাসে প্রথম ৫ উইকেট শিকারী, তালিকায় নেই কোনও ভারতীয় বোলার

৫. চামিন্ডা ভাস-
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন বাঁ হাতি পেল বোলার চামিন্ডা ভাস। এশিয়া কাপের কেরিয়ারে ১৯ ম্যাচে ৪.১৯ ইকোনমি রেটে ২৩টি উইকেট নিয়েছেন চামিন্ডা ভাস। এশিয়া কাপে তার সেরা বোলিং ফিগার ছিল ৩০ রান দিয়ে ৩ উইকেট।

25

৪. সৈয়দ আজমল-
পাকিস্তানের প্রাক্তন স্পিনার সৈয়দ আজমল এশিয়া কাপে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী। আজমল এশিয়া কাপে ১২টি ম্যাচ খেলে ৪.২১ ইকোনমি রেটে ২৫টি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টে আজমলের সেরা বোলিং ফিগার ছিল ২৬ রান দিয়ে ৩ উইকেট।

35

৩. অজন্তা মেন্ডিস-
অজন্তা মেন্ডিস ছিলেন শ্রীলঙ্কার অন্যতম সফল সীমিত ওভারের বোলার।  এশিয়া কাপের ৮ ম্যাচে তিনি ৩.৯৮ ইকোনমি রেটে ২৬ উইকেট নিয়েছিলেন। তার সেরা বোলিং ফিগার  ১৩ রান দিয়ে ৬ উইকেট। এশিয়া কাপে মেন্ডিসের রয়েছে ২টি পাঁচ উইকেট ও ২টি চার উইকেট।
 

45

২. লাসিথ মালিঙ্গা-
শ্রীলঙ্কার প্রাক্তন তারকা পেস বোলার এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এশিয়া কাপের ১৪ ম্যাচে তিনি ৪.৬৫ ইকোনমি রেটে ২৯ উইকেট নিয়েছিলেন। এশিয়া কাপে মালিঙ্গার সেরা বোলিং ফিগার ৩৪ রান দিয়ে ৫ উইকেট। মালিঙ্গা এশিয়া কাপে ৩বার ৫ উইকেট নিয়েছেন ও ১টি চার উইকেট নিয়েছেন।
 

55

১. মুথাইয়া মুরলীধরন-
ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম মুথাইয়া মুরলীধরন এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী। আমাদের তালিকায় স্থান পাওয়া চতুর্থ শ্রীলঙ্কান বোলারও তিনি। এশিয়া কাপের ২৪ ম্যাচে তিনি ৩.৭৫  ইকোনমি রেটে ৩০টি উইকেট নিয়েছিলেন। এশিয়া কাপে মুরলির রয়েছে ১টি পাঁচ উইকেট ও ১টি চার উইকেট। টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার  ৫/৩১।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos