আইপিএলের ৮টি দলের হয়েই খেলে গড়েছেন নজির, চিনে নিন সেই একমাত্র ক্রিকেটারকে

ইতিমধ্যেই এক যুগ পেরিয়েছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৩ তম মরসুম। বিগচত ১২ বছরে একাধিক রেকর্ড গড়েছে আইপিএল। সব থেকে বেশি রান, বেশি উইকেট, বেশি সেঞ্চুরি, বেশি ছয় আরও কত কী। এবার আপনাদের সামনে তুলে ধরব এমন একটি রেকর্ড যা অন্যান্যদের পক্ষে ভবিষ্যতে ভাঙা কষ্টসাপেক্ষ। এমন এক ক্রিকেটারের হদিশ দেব আপনাদের যে আইপিএলের ৮টি দলের হয়েই খেলেছে। তিনি আর অন্য কেউ নন অস্ট্রেলিয়া দলের সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মাত্র ৭৫ টি ম্যাচ খেলেই সাতটি দল পরিবর্তন করে ফেলেছেন ফিঞ্চ। এবার খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।  চলুন দেখা যাক ফিঞ্চ কোন বছর কোন দলের হয়ে খেলেছেন। 
 

Sudip Paul | Published : Sep 11, 2020 12:21 PM IST

18
আইপিএলের ৮টি দলের হয়েই খেলে গড়েছেন নজির, চিনে নিন সেই একমাত্র ক্রিকেটারকে

২০১০- রাজস্থান রয়্যালস

28

২০১১-২০১২- দিল্লি ডেয়ারডেভিলস
 

38

২০১৩- পুণে ওয়ারিয়ার্স  ইন্ডিয়া
 

48

২০১৪- সানরাইজার্স হায়দরাবাদ
 

58


২০১৫- মুম্বই ইন্ডিয়ান্স
 

68

২০১৬-২০১৭- গুজরাট লায়ন্স
 

78

২০১৮-  কিংস ইলেভেন পঞ্জাব

88

২০২০- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Share this Photo Gallery
click me!
Recommended Photos