ভালমানের ক্রিকেট, ইডেনে আজহার এবং ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় - সব মিলিয়ে ডিসেম্বরের বিকালের এই ইভেন্ট যে সুপারহিট, তা বলাই বাহুল্য। আর কেকের উপর চেরির মতো, এর সঙ্গে ছিল অমিতাভ চৌধুরীর ধারাভাষ্য। হাস্যরসের ভরা তাঁর বিশুদ্ধ হিন্দিতে দেওয়া ধারাভাষ্যই কিন্তু, ম্যাচে প্রাণের সঞ্চার করে।