কাজে জন্য বারবার ভারত ও দুবাই যাতায়াত করতে গিয়ে যে আতঙ্কের মধ্যে পড়েছেন তাও জানিয়েছেন সৌরভ। বলেছেন,আইপিএলের সময় কতবার কলকাতা ও দুবাই করতে হয়েছে। কাজ তো করতেই হবে। যেতেও হবে। কিন্তু ভয় হত। এই ভাইরাস যেহেতু অজান্তেই এক জনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ায়, তাই ভয় হত। আশঙ্কা হত। তবে একবারও পজেটিভ হয়নি। প্রতিবার নেগেটিভ এসেছে। স্বস্তি পেয়েছি।"