করোনা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না গোটা বিশ্বের। মাঝে সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসলেও, ফের বাড়ছে মারণ ভাইরাসের দাপট। ক্রীড়া ক্ষেত্রেও প্রথম থেকেই থাবা বসিয়েছিল বিশ্ব মহামারী ভাইরাস। এবছর আইপিএলও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু অবশেষে আরব আমিরশাহিতে আইপিএল হলেও, পথটা মোটেই সহজ ছিল না। প্লেয়ার, সাপোর্টিং স্টাফ, বিসিসিআই আধিকারিক সকলকেই করোনা আবহে প্রতিযোগিতাকে সাফল্যের সঙ্গে করতে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, এই পরিস্থিতিতে তার অভিজ্ঞতার কথা।