টি ২০ বিশ্বকাপ দলে ঢোকার জোরদার লড়াই, কে এগিয়ে কে পিছিয়ে, জানুন বিসিসিআইয়ের অন্দরের খবর

ওভাল টেস্ট শেষ হলেই ঘোষণা করা হবে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতী দল ঘোষণা করবে বিসিসিআই। প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি হলেও, চূড়ান্ত ১৫ জনের দল তৈরি করতে গিয়ে রীতিমত হিমসিম খেতে হচ্ছে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের। কারণ ওপেনিং, মিডল অর্ডার, অলরাউন্ডার থেকে বোলিং সব বিভাগেই এত প্লেয়ার রয়েছে যেই কারণেই সমস্যা পড়তে হচ্ছে বিসিসিআইকে।
 

Sudip Paul | Published : Sep 6, 2021 12:49 PM / Updated: Sep 06 2021, 10:18 PM IST
110
টি ২০ বিশ্বকাপ দলে ঢোকার জোরদার লড়াই, কে এগিয়ে কে পিছিয়ে, জানুন বিসিসিআইয়ের অন্দরের খবর

বিশ্বকাপের দল নির্বাচনের জন্য ওপেনিংয়ে একাধিক নাম রয়েছে যাদের নিয়ে আলোচনায় বোর্ড কর্তারা। কারণ ওপেনিং হিসেবে রোহিত শর্মা ও কেএল রাহুলের নাম এক প্রকার পাকা। প্রয়োজনে ওপেন করতে পারেন অধিনায়ক বিরাট কোহলিও।

210

কিন্তু এই তিন প্রধান ক্রিকেটারের বাইরেও দলে সুযোগ পেতে পারেন একাধিক ক্রিকেটার যারা ওপেনিংয়ে জায়গা না পেলে দলেল অন্য কোথায় ফিট হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন অভিজ্ঞ শিখর ধওয়ান ও তরুণ পৃথ্বি শ।

310

শিখর ধাওয়ান শ্রীলঙ্কা সফরে রান পেয়েছেন ঠিকই, তার পর কিন্তু ক্রিকেটের বাইরে বাঁ-হাতি ওপেনার। ফলে কি ফর্মে তিনি আছেন তা জানেন না নির্বাচকরা। কিন্তু অভিজ্ঞ ধওানকে বাদ দিয়ে দল নির্বাচন করা কী সম্ভব।

410

ওপেনিং অভিজ্ঞতা না থাকলেও প্রবল দাবিদার হতে চলছে পৃথ্বী শ। বিজয় হাজারে থেকে আইপিএল ও জাতীয় দল ধরলে পৃথ্বী দারুণ ফর্মে রয়েছেন। ধারাবাহিক ভাবে রান পেয়েছেন প্রায় সব ম্যাচেই। ফলে দল নির্বাচনে সমস্যা হচ্ছে কর্তাদের।

510

মিডল অর্ডার নিয়ে নানা অঙ্ক ঘুরছে ক্রিকেট মহলে। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে আমিরশাহিতে। আইপিএলের বাকি ম্যাচে তিনি টিমে ফিরছেন ধরে নেওয়া যায়। কিন্তু আইপিএলের আগেই যেহেতু টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন ফলে শ্রেয়স কেমন ফর্মে থাকবেন, তা বিবেচনার জায়গা থাকছে না।

610

মিডল অর্ডার সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ঈশান কিষাণদের নিয়ে আলোচনা থাকবে। সূর্য-পন্থের জায়গা একরকম পাকা। মণীশকে নিয়ে চর্চা থাকবে। করোনায় আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর মণীশ কি ফর্মে আছেন, তাও জানেন না নির্বাচকরা।

710

বিশ্বকাপ দল নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে। চোট থেকে ফিরেও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিক ছাড়া দল নির্বাচন করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। কিন্তু অফ ফর্মে থাকা হার্দিকের বদলি তৈরি রাখতে চাইছে নির্বাচকরা।

810

অলরাউন্ডার হিসেবে টিমে ঢোকার লড়াইয়ে শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, দীপক চাহারদের মধ্যে। জাদেজা টিমে থাকবেনই। শার্দূল আর দীপকের মধ্যে জোর লড়াই হবে। ইংল্যান্ড সফরে অলরাউন্ডার শার্দূল কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। দীপক চাহারও শ্রীলঙ্কা সফরে ভালো ব্য়াটি-বোলিং করেছেন। একটি ম্যাচ একাই জিতেয়েছেন। ফলে সিদ্ধান্তটা কঠিন হতে চলেছে নির্বাচকদের।
 

910

বোলিংয়ে বুমরা, সামি মোটামুটি নিশ্চিত। মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমারদেরও টিমে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। জাডেজাকে বাদ দিলে স্পিনার হিসেবে নিশ্চিত যুজবেন্দ্র চাহাল। রাহুল চাহার, কুলদীপ যাদবদের মধ্যে কেউ একজন সুযোগ পেতে পারেন।

1010

ফলে টি২০ বিশ্বকাপের দল নির্বাচনে বসে যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম হতে চলছে নির্বাচকদের বৈঠক। দল নির্বাচনের আগে কথা বলে হবে কোহলির সঙ্গেও। সম্ভব হলে ভার্চুয়ালি যোগ দিতে পারেন অধিনায়ক। শেষ পর্যন্ত কোন কোন তারকারা  দলে সুযোগ পায় সেটাই দেখার।


 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos