করোনার কারণে আগামী বছর আইপিএলে হবে না কোনও নিলাম প্রক্রিয়া। সূত্রের খবর বোর্ড সূত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিসিসি কর্তা জানিয়েছেন, আগে থেকে ঠিক থাকলেও,বর্তমান পরিস্থিতিতে মেগা নিলাম আয়োজন করতে চাইছে না বিসিসিআই। আর তার মূল কারণ হল হাতে সঠিক সময় না থাকা।