প্রথম একাদশ বাছতে সমস্যা-
প্রায় প্রতি ম্যাচেই দলে একাধিক বদল হয়েছে কেকেআরে। ওপেনিং জুটি থেকে বোলিং আক্রমণ সব ক্ষেত্রেই তা দেখা গিয়েছে পরিবর্তন। টিম সাউদি যে কয়েকটি ম্যাচ খেলেছেন, ভাল বল করেছেন। কিন্তু প্যাট কামিন্স আসতেই তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে। স্যাম বিলিংসকেও বাদ পড়তে হয়েছে ফিঞ্চের জন্য। কোনও ম্যাচে আমন খান, কোনও ম্যাচে শিবম মাভি, কোনও ম্য়াচে রাসিখ সালাম খেলছেন। সেট প্রথম একাদশ গড়তে পারেনি কেকেআর।