আইপিএলে প্রথম ম্যাচের আগেই সিএসকের পুরস্কার প্রদান, দেখুন কোন কোন প্লেয়ার পেল স্বীকৃতি

আইপিএলের প্রথম ম্যাচ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের পুরস্কার বিতরণ। গত বছরের দলের সেরা ব্যাটসম্যান ও বোলারের পাশাপাশি দলের একাধিক প্লেয়ারকে সম্মান ও স্বীকৃতি দেওয়া হল সিএসকের তরফ থেকে। টিম হোটেলে দলের তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্লেয়ার, কোচ সহ সাপোর্টিং স্টাফরা।

Sudip Paul | Published : Sep 18, 2020 7:36 AM IST / Updated: Sep 18 2020, 01:07 PM IST
18
আইপিএলে প্রথম ম্যাচের আগেই সিএসকের পুরস্কার প্রদান, দেখুন কোন কোন প্লেয়ার পেল স্বীকৃতি

গত বছর ২০১৯ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সর্বোচ্চ স্কোরার  ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে দেওয়া হল গোল্ডেন ক্যাপ।
 

28

দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন প্রোটিয়া তারকা ইমরান তাহির। তাকেও দলের তরফে দেওয়া হয় গোল্ডেন ক্যাপ। কোয়ারেন্টাইন ছবি তুলে পাঠান তাহির।
 

38


টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের অনন্য মাইল স্টোন ছুঁয়েছেন সিএসকের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। ৫০০ উইকেট পাওয়ার স্বীকৃতিও দেওয়া হয় ব্রাভোকে।

48

দলের হয়ে নিজের সেরাটা উজাড়া করে দেওয়ায় পুরষ্কৃত হলেন অজি তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসন।
 

58

আইপিএলের সেরা বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। সেই সুবাদে রাজপুত জাদেজাকে সিএসকের তরফে দেওয়া হল গোল্ডেন শোর্ড।
 

68

দলের দুই কোচ কিউয়ি তারকা স্টিফেন ফ্লেমিং  ও অজি তারকা ডেভিড হাসিকেও স্বীকৃতি দেওয়া হয়। 
 

78

এছাড়া দলের জার্সি তুলে দেওয়া হয় দুই নতুন সদস্য পীযুষ চাওলা ও সাই কিশোরকে।

88

চেন্নাই সুপার কিংস দলে ১০ বছর পূর্ণ করার সুবাদে পেলেন লজিস্টিক ম্যানেজার সঞ্জয় নটরাজন।

Share this Photo Gallery
click me!

Latest Videos