ভারতীয় না বিদেশি, আইপিএলে সবথেকে বেশি সেঞ্চুরি কোন ক্রিকেটারের

Published : Sep 09, 2020, 11:00 PM IST

আর কয়েক দিনের অপেক্ষা তারপরই আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে আইপিএলের ১৩ তম মরসুম। ইতিমধ্যেই মরুদেশে অনুশীলন শুরু করে দিয়েছে প্রতিযোগিতার ৮টি দল। যুদ্ধের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেক দলের প্লেয়াররা। চার ছয়ের ফুলঝুরি ফোটানোর জন্য প্রস্তুত রথী-মহারথীরা। টি২০ ক্রিকেট হলেও প্রতি বছর আইপিএলে একাধিক প্লেয়ার করছেন সেঞ্চুরি। তাহলে নতুন মরসুম শুরুর আগে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসেব সব থেকে বেশি সেঞ্চুরি করার নিরিখে সেরা পাঁচ জনের তালিকা।  

PREV
15
ভারতীয় না বিদেশি, আইপিএলে সবথেকে বেশি সেঞ্চুরি কোন ক্রিকেটারের

 ১.নাম- ক্রিস গেইল
   সেঞ্চুরি- ৬টি
   আইপিএল ম্যাচ- ১২৫টি
   দল- কেকেআর, আরসিবি, কিংস ইলেভেন পঞ্জাব
 

25

২.নাম- বিরাট কোহলি
  সেঞ্চুরি- ৫টি
  আইপিএল ম্যাচ- ১৭৭টি
  দল-  আরসিবি

35

৩.নাম- ডেভিড ওয়ার্নার
  সেঞ্চুরি- ৪টি
  আইপিএল ম্যাচ- ১২৬টি
  দল- দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ
 

45

৪.নাম- শেন ওয়াটসন
  সেঞ্চুরি- ৪টি
  আইপিএল ম্যাচ- ১৩৪ ম্যাচ
  দল- রাজস্থান রয়্যালস, আরসিবি, সিএসকে
 

55

৫.নাম- এবি ডিভিলিয়ার্স
  সেঞ্চুরি- ৩টি 
  আইপিএল ম্যাচ- ১৫৪টি
  দল- দিল্লি ডেয়ারডেভিলস, আরসিবি
 

click me!

Recommended Stories