আইপিএল খেলতে গিয়ে মেয়ের সঙ্গে বালি মাখলেন রোহিত, আর কে কী করলেন, ছবি প্রকাশ মুম্বইয়ের

আইপিএলের শুরু হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। ১৯ তারিখই মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ ধোনির সিএসকে। তার আগে কঠিন অনুশীলনের মাঝে কিছুটা হালকা মেজাজে সময় কাটাতে মুম্বইয়ের গোটা দল গিয়েছিল সমুদ্র স্নানে।দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোয়ার করা হয়েছে সেই ছবি। ক্যাপশন দেওয়া হয়েছে এক পরিবার। চলুন দেখা যাক পরিবার সহ গোটা মুম্বই ইন্ডিয়ান্স দলের সমুদ্র স্নান।
 

Sudip Paul | Published : Sep 8, 2020 2:53 PM IST
112
আইপিএল খেলতে গিয়ে মেয়ের সঙ্গে বালি মাখলেন রোহিত, আর কে কী করলেন, ছবি প্রকাশ মুম্বইয়ের

স্ত্রী কন্যা সহ সমু্দ্র স্নানের মজা উপভোগ করলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা। পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে খুশি হিটম্যান।

212

একা না একাধিক ছবিতে পরিবারের সঙ্গে বিন্দাস মুডে ধরা দিলেন রোহিত শর্মা ও রীতিকা শাজদে। পরিবার সহ উপভোগ করলেন দিনটি।
 

312

রোহিত শর্মার মেয়ে সামাইরাও হোটেলের বন্দি জীবনের বাইরে খোলা পরিবেশ পেয়ে তার মত করে আনন্দ করল সমুদ্র সৈকতে।
 

412

পরিবার না থাকলেও সমুদ্র তটে খোশ মেজাজে পাওয়া গেল দলের অন্যতম তারকা পেস বোলার জসপ্রীত বুমরাকে। বুমরার লুকসও ছিল নজরকাড়া।
 

512

শুধু বুমরাই নয়, ধবল কুলকার্নিও তার স্ত্রী ও সন্তান সহ সমুদ্র স্নানের মজা নিলেন। ছুটির মেজাজে করলেন ফটোশুটও।
 

612

আদিত্য তারেও উপভোগ করলেন সি বিচে। সন্তানের সঙ্গে মজার খেলাও খেলতে দেখা গেল আদিত্য তারে ও তার স্ত্রীকে।
 

712

রোমান্টিক মুডে পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকা সূর্যকুমার যাদবকে। মনের মানুষের সঙ্গে জমিয়ে উপভোগ করলেন সমুদ্র স্নান।
 

812

আদিত্য তারে ও ধবল কুলকার্নিরা একসঙ্গেও করলেন ফটো সেশন। একে অপরের সঙ্গেও আনন্দে মাতলেন তারা।
 

912

সুর্যকুমার যাদব কঠিন অনুশীলনের বাইরে যে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছিলেন এই ছবি তারই প্রমাণ।
 

1012

ধবল কুলকার্নিও সমুদ্রের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। ফের অনুশীলনে ফেরার আগে উপভোগ করলেন প্রতিটি মুহূর্ত।
 

1112

শুধু স্নানই নয় সুন্দর তটে  বিচ ফুটবলও খেললেন মুম্বই ইন্ডিয়ান্স দলের প্লেয়াররা। আনন্দের মাঝে কিছুটা গা ঘামিয়ে নিলেন তারা।
 

1212


এই ছবিটি রোহিত শর্মা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। বেলা শেষে সমুদ্রের মনোরম দৃশ্য মন কেড়েছে সকলের।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos