Published : Sep 13, 2020, 12:27 PM ISTUpdated : Sep 13, 2020, 12:29 PM IST
আরব আমিরশাহির পরিবেশ ও উইকেটে এবারও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন ক্যারেবিয়ান তারকা সুনীল নারিন। বিগত কয়েক বছরে তার স্পিনের ভেলকি সামলাতে হিমসিম খেয়েছেন তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার আইপিএল শুরুর আগে নারিনের ভূয়সী প্রশংসা করলেন কেকেআরের মেন্টর ডভিড হাসি। নারিনকে বিশ্ব সেরার তকমা দিতেও দ্বিধা বোধ করেননি অজি তারকা।
দীর্ঘ বছর আইপিএল খেলে ফেললেও কেকেআরের তারকা স্পিনার সুনীল নারিনের বোলিং রহস্য এখনও পুরোপুরি ভেদ করতে পারেননি কোনও ব্যাটসম্যান।
28
প্রতিবছরই যখনই উইকেট নেওয়া বা রান আটকানোর দরকার পড়েছে তখনই নারিনের হাতে বল তুলে দিয়েছেন কেকেআর অধিনাক গৌতম গম্ভীর থেকে শুরু করে দীনেশ কার্তিকরা।
38
এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে ১১০ ম্যাচে ১২২ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা ১০ উইকেট শিকারীদের তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছেন নারিন। ওভার পিছু রানও দিয়েছেন মাত্র ৬.৬৭ করে।
এবার আইপিএল শুরুর আগে নারিনের ভূয়সী প্রশংসা করলেন কেকেআরের মেন্টর ডেভিড হাসি। ক্যারেবিয়ান তারকাকে বর্তমানে বিশ্বের সেরা টি২০ বোলারের তকমাও দিয়েছেন অজি তারকা।
68
হাসি বলেন, ‘নারিন যুক্তিসঙ্গতভাবেই বিশ্বের সেরা টি-২০ বোলার। যে কোনও পরিস্থিতিতেই ও অন্যতম সেরা খেলোয়াড়। সৌভাগ্যের বিষয় যে, ও কলকাতা নাইট রাইডার্সে রয়েছে। এই মুহূর্তে ওকে সামলানো কঠিন দেখাচ্ছে।’
78
হাসি আরও যোগ করেন, ‘নারিন এমন একজন বোলার হতে চলেছে, প্রতিপক্ষ যখন ছন্দে থাকবে, ক্যাপ্টেন দীনেশ কার্তিক ওর দিকে বল ছুঁড়ে দিতে পারে। আমি নিশ্চিত, তুল্যমূল্য লড়াইগুলোয় নারিনই বেশিবার টেক্কা দেবে।’
88
এবারও আইপিএলে নিজের বোলিংয়ে আরও নতুন কিছু রহস্য ও ধাঁধার সংযোজন করতে চলেছেন নারিন। প্রথমত তার নতুন ডোলিভারিতে যেভাবে বল লুকিয়ে নিয়ে আসছেন তাতে সমস্যায় পড়ছেন ব্যাটসম্যানরা। একইসঙ্গে আঙুলের কেরামতিতে রহস্যদনকভাবে বল দুদিকে স্পিন করাচ্ছেন। যা ভেদ করা কষ্টসাপেক্ষ হতে ব্যাটসম্যানদের। ফলে নারিনকে সামলানো এবার চ্যালেঞ্জ হতে চলেছে আইপিএলের তারকা ব্যাটসম্যানদের।