কিছুদিন আগেই সিএসকে মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, কীভাবে ২০০৮-এর আইপিএল নিলামের আগে অঙ্ক কষে ধোনিকে জালে তুলেছিল ফ্র্যাঞ্চাইজি। মাহিও দক্ষিণী শহরকেই নিজের সেকেন্ড হোম হিসেবে মানেন। অথচ ভাবতে অবাক লাগে এই ধোনিকেই নাকি প্রথম মরশুমে অধিনায়ক হিসেবে চায়নি চেন্নাই। ফ্র্যাঞ্চাইজির পছন্দ ছিল অন্য কাওকে। এই তথ্য সামনে এনেছেন সিএসকের প্রাক্তন প্লেয়ার বদ্রীনাথ।