এমএস ধোনির অবসর গ্রহণের পর প্রিয় অধিনায়ক ও বন্ধুর সঙ্গে অবসর নিয়েছেন সুরেশ রায়নাও। কিন্তু শুধু সুরেশ রায়নাই নন, ধোনির অবসর গ্রহণের ফলে অবসর নিয়েছেন আরও এক জন। কেউ নিজের কেরিয়ার ভুলে, কেউ দেশজ সীমানার গণ্ডি ভুলে। না তিনি কোনও ক্রিকেটার নয়, এমনকী এদেশের বাসিন্দাও নয়, তিনি পাকিস্তান ক্রিকেট দলের খ্যাতনামা সমর্থক বসির চাচা।