IPL 2022: এবার আইপিএলে খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার, দেখে নিন তালিকায় কারা

বেজে গিয়েছে আইপিএল ২০২২ (IPL 2022) -এর দামামা। ১০ দলের (10 Teams)সবথেকে বড় আইপিএলকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। তবে ক্রিকেট প্রেমিদের মধ্যে বিষাদের কারণও রয়েছে। কারণ আইপিএল মানেই দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের (Star Cricketer) সমাহার। তাদের উপস্থিতিতেই আরও রোমাঞ্চকর হয়ে ওঠে প্রতিযোগিতা। কিন্তু এবার আইপিএলে দেখা যাবে না একাধিক তারকা ক্রিকেটারকে। দেখে নিন তালিকায় কারা।
 

Sudip Paul | Published : Jan 30, 2022 6:44 AM IST

18
IPL 2022: এবার আইপিএলে খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার, দেখে নিন তালিকায় কারা

ক্রিস গেইল-
এবার আইপিএলে যেই তারকা ক্রিকেটারকে সবথেকে বেশি মিস করবে তিনি হলেন ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার তিনি। এবার নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন ইউনিভার্স বস। কেকেআরের হয় শুরু করেছিলেন তিনি। তারপর আরসিবিতেও খেলেছেন। আইপিএল কেরিয়ার শেষ করলেন পঞ্জাব কিংসের হয়ে। আইপিএলের ১৪১ ইনিংসে ৪৯৬৫ রান করেছেন গেল। সর্বোচ্চ অপরাজিত ১৭৫। সেঞ্চুরি ছ’টি। স্ট্রাইক রেট ১৪৮.৯৬।

28

এবি ডিভিলিয়ার্স-
আইপিএল এবার আরও এক তারকাকে খুব মিস করবেন তিনি এবি ডিভিলিয়ার্স। বিগত বেশ কয়েক বছর ধরে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর দসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। দলের অন্যতম সেরা ম্য়াচ উইনার ছিলেন এবিডি। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন, এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছন তিনি। আইপিএলে ১৮৪ ম্য়াচে ৫১৬২ রান করেছেন এবিডি। সেঞ্চুরি ৩টি।

38

বেন স্টোকস-
বেন স্টোকস যে ২০২২ আইপিএল খেলবেন না তা আগেই বলে দিয়েছেন। আসলে তিনি টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন বলে জানিয়েছেন। আসলে অ্যাসেজে ৪-০ ব্যবধানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ইংল্যান্ডকে। এই অবস্থায় ইংলিশ অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন। তাই তিনি নিলাম থেকে নাম তুলে নিয়েছেন।

48

ক্রিস ওকস-
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস এবারের আইপিএল ২০২২-এর মেগা নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সঠিক কোনও কারণ জানা না গেলেও টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দলের বিপর্যয়ের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওকস। 

58

স্যাম কারন-
পঞ্জাব কিংস দলের হয়ে নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারন। তারপর ২০২০ সালে তাকে দলে নিয়েছিল সিএসকে। অল্প সময়েই ধোনির দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তিনি এবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

68

জোফ্রা আর্চার-
২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যায়নি ব্রিটিশ পেসার জোফ্রা আর্চারকে। দীর্ঘ দিন ধরে চোটের কারণে ক্রিকেটের বাইরে রয়েছেন। চোটমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা চালাচ্ছেন তিনি। এবার আইপিএলে দেখা যাবে না আর্চারকেও।

78

মিচেল স্টার্ক-
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক বিগত বেশ কিছু মরসুম থেকেই আইপিএলে খেলছেন না। মিচেল স্টার্ক এবারের আইপিএলে সাত বছর পর ফেরার কথা ছিল। তিনি নিজেই সেই কথা জানিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে তিনি নাও খেলতে পারেন আইপিএলে।
 

88

আইপিএল নিলাম-
প্রসঙ্গত এবারে আইপিএল নিলামে অংশ নিচ্ছেন ১২১৪ জন ক্রিকেটার। ২৭০ জন ক্যাপড ও ৩১২ জন ক্রিকেটার আনক্যাপড। যারা নিলামে অংশ নিচ্ছেন তাদের মধ্য ৪১ জন ক্রিকেটার রয়েছেন এসোসিয়েট দেশ থেকে। ৪৯ জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছে ২ কোটি টাকা।।


 

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos