এবি ডিভিলিয়ার্স-
আইপিএল এবার আরও এক তারকাকে খুব মিস করবেন তিনি এবি ডিভিলিয়ার্স। বিগত বেশ কয়েক বছর ধরে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর দসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। দলের অন্যতম সেরা ম্য়াচ উইনার ছিলেন এবিডি। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন, এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছন তিনি। আইপিএলে ১৮৪ ম্য়াচে ৫১৬২ রান করেছেন এবিডি। সেঞ্চুরি ৩টি।