Published : Jan 27, 2022, 08:27 PM ISTUpdated : Jan 27, 2022, 08:35 PM IST
দক্ষিণ আফ্রিকা সফর (South Africa Tour) শেষে স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন ভারতীয় দলের (Team India) তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ঘুরতে গিয়ে সঞ্জনা গণেশনের (Sanjana Ganesan)সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন বুমরা। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করেছেন সঞ্জনাও। চলুন দেখা ছুটি কেমন কাটাচ্ছেন বুমরা-সঞ্জনা।
দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন জসপ্রীত বুমরা। ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে ছুটি পেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছেন বুমরা। ছবি সৌঃ ট্যুইটার
210
ঘুরতে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জসপ্রীত বুমরা। ট্যুইটার ও ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন তিনি। সঞ্জনা গণেশনও নিজের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলে শেয়ার করেছেন ছবিগুলি। ছবি সৌঃ ট্যুইটার
310
যে ছবিগুলি বুমরা ও সঞ্জনা শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে সাগরে বোটে ভ্রমণ করছেন তারা। যে দৃশ্য এককথায় সত্য়ি মন ভোলানো। বিয়ের পর ঘুরতে বেরিয়ে খোশ মেজাজে পাওয়া গিয়েছে তারকা দম্পতিকে। ছবি সৌঃ ট্যুইটার
410
ছবিতে বুমরাকে বেশ মাচো লুকে পাওয়া গিয়েছে। যেখানে বুমরার পরনে রয়েছে সাদা রঙের টি শার্ট ও নীল রঙের জিন্স। চোখে সানগ্লাস। বুমরার ছবিগুলি সোশ্য়াল মিডিয়ায় সকলেই পছন্দ করেছেন। ছবি সৌঃ ট্যুইটার
510
ছবিগুলিতে বুমরার সঞ্চালিকা স্ত্রীকেও খুব সুন্দরী দেখিয়েছে। সঞ্জনা গণেশন হাল্কা নীল রঙের জিন্স ও চেক ক্য়াসুয়াল শার্ট ও চোখে চশমা পড়েছেন। পায়ে রয়েছে স্নিকার। যা খুবই পছন্দ করেছেন নেটিজেনরা। ছবি সৌঃ ট্যুইটার
610
বোটে নানা মুডে ধরা দিয়েছেন সঞ্জনা গণেশন। বোটের কোণায় বসে স্টাইলের সঙ্গে ছবি তুলেছেন জসপ্রীত বুমরার স্ত্রী। বোটের পেছনে সাগর ও পাহাড়ের দৃশ্য় খুবই অপরূপ দেখাচ্ছে। ছবি সৌঃ ট্যুইটার
710
কখনও আবার বোট থেকে সাগরের জলে পা ঝুলিয়ে বসেও ছবি তুলেছেন সঞ্জনা গণেশন। বোটের হাওয়ায় প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে দেখা যায় সঞ্জনাকে। যেই ছবিতে খুবই সুন্দর দেখিয়েছে বুমরা পত্নীকে। ছবি সৌঃ ট্যুইটার
810
জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন একসঙ্গেও নিজেদের একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে খোশ মেজাজে পাওয়া গিয়েছে দুজনকেই। কোয়ালিটি টাইম যে তারা উপভোগ করছেন তা তাদের অভিব্যক্তি থেকেই প্রমাণিত। ছবি সৌঃ ট্যুইটার
910
রোমান্টিক মুহূর্তেও ধরা দিয়ছেন জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। ঘনিষ্ঠ অবস্থায় বসে তারকা ক্রিকেটার ও তারকা সঞ্চালিকা জুটি। যেখানে খুবই সন্দর দেখিয়েছে। যেই ছবি খুবই পছন্দকরেছেন নেটিজেনরা। ছবি সৌঃ ট্যুইটার
1010
প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। কর্মজীবনে ব্যস্ততার সঙ্গে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা। ছবি সৌঃ ট্যুইটার