আইপিএল ২০২১-এ সিএসকের সম্পূর্ণ ক্রীড়াসূচি, জেনে নিন ধোনিদের ম্যাচের দিনক্ষণ

Published : Mar 07, 2021, 10:08 PM IST

১১ মার্চ থেকে আইপিএলের জন্য অনুশীলনে নামার কথা ঘোষণা করে দিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরইমধ্যে রবিবার আইপিএল ২০২১ এর ক্রীড়া সূচি ঘোষণা করে দিল বিসিসিআই।  শুরু ৯ এপ্রিল, ফাইনাল ৩০ মে। ১০ এপ্রিল আইপিএল অভিযান শুরু করছে এমএস ধোনির দল। দেখে নিন সিএসকের সম্পূর্ণ ক্রীড়া সূচি।   

PREV
114
আইপিএল ২০২১-এ সিএসকের সম্পূর্ণ ক্রীড়াসূচি, জেনে নিন ধোনিদের ম্যাচের দিনক্ষণ

১. ১০ এপ্রিল সিএসকের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ- দিল্লি ক্যাপিটাবস, ভেন্য়ু- মুম্বই, সময়- সন্ধে ৭.৩০
 

214

২. ১৬ এপ্রিল এপ্রিল সিএসকের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ- পঞ্জাব কিংস, ভেন্য়ু- মুম্বই, সময়- সন্ধে ৭.৩০
 

314

৩. ১৯ এপ্রিল সিএসকের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ- রাজস্থান রয়্যালস, ভেন্য়ু- মুম্বই, সময়- সন্ধে ৭.৩০
 

414

৪. ২১ এপ্রিল সিএসকের চতুর্থ ম্যাচ, প্রতিপক্ষ- কেকেআর, ভেন্য়ু- মুম্বই, সময়- সন্ধে ৭.৩০
 

514

৫. ২৫ এপ্রিল সিএসকের পঞ্চম ম্য়াচ, প্রতিপক্ষ- আরসিবি, ভেন্য়ু- মুম্বই, সময়- দুপুর ৩.৩০
 

614

৬. ২৮ এপ্রিল সিএসকের ষষ্ঠ ম্যাচ, প্রতিপক্ষ- সানরাইজার্স হায়দরাবাদ, ভেন্যু- দিল্লি, সময়- সন্ধে ৭.৩০
 

714

৭. ১ মে সিএসকের সপ্তম ম্যাচ, প্রতিপক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স, ভেন্যু- দিল্লি, সময়- সন্ধে ৭.৩০
 

814

৮. ৫ মে সিএসকের অষ্টম ম্যাচ, প্রতিপক্ষ- রাজস্থান রয়্য়ালস, ভেন্যু- দিল্লি, সময়- সন্ধে ৭.৩০
 

914

৯. ৭ মে সিএসকের নবম ম্য়াচ, প্রতিপক্ষ- সানরাইজার্স হায়দরাবাদ, ভেন্যু- দিল্লি, সময়- সন্ধে ৭.৩০
 

1014

১০. ৯ মে সিএসকের দশম ম্যাচ, প্রতিপক্ষ- পঞ্জাব কিংস, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- দুপুর ৩.৩০
 

1114

১১. ১২ মে সিএসকের একাদশ ম্যাচ, প্রতিপক্ষ- কেকেআর, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- সন্ধে ৭.৩০
 

1214

১২. ১৬ মে সিএসকের দ্বাদশ ম্য়াচ, প্রতিপক্ষ- মুম্বই ইন্ডিয়ান্স, ভেন্যু- বেঙ্গালুরু, সময়- ৭.৩০
 

1314

১৩. ২১ মে সিএসকের ত্রয়োদশ ম্যাচ, প্রতিপক্ষ- দিল্লি ক্যাপিটালস, ভেন্যু- কলকাতা, সময়- ৭.৩০
 

1414

১৪. ২৩ মে সিএসকের চতুর্দশ ম্য়াচ, প্রতিপক্ষ- আরসিবি, ভেন্যু- কলকাতা, সময়- ৭.৩০

click me!

Recommended Stories