কোন মাসে জন্মালে আপনিও হতে পারেন ভারত অধিনায়ক, জানিয়ে দিলেন 'জ্যোতিষী' সেওয়াগ

নিজের ক্রিকেট কেরিয়ারে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে মনোরঞ্জন করেছেন বীরেন্দ্র সেওয়াগ। ক্রিকেটকে বিদায় জানানোর পরও নানাভাবে সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন বীরু। এবার এমন এক হিসেব দিলেন, যাতে কোন মাসে জন্মালে অধিনায়ক হওয়া যায় তা বাতলে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
 

Sudip Paul | Published : Jul 11, 2021 5:33 PM IST
18
কোন মাসে জন্মালে আপনিও হতে পারেন ভারত অধিনায়ক, জানিয়ে দিলেন 'জ্যোতিষী' সেওয়াগ

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সেওয়াগ। নানা ভিডিও শেয়ার করে সকলকে চমকে দেন তিনি।
 

28

নিজের সাধু বেশেও ছবি শেয়ার করেছেন তিনি। এবার এমন এক অঙ্ক সামনে আনলেন বীরু যাতে ভারতীয় দলের অধিনায়ক হওয়া যায়।
 

38

বীরেন্দ্র সেওয়াগের মতে জুলাই মাসের জন্ম নিলেই  অধিনায়ক হওয়া যায়। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন।
 

48

সেওয়াগের বক্তব্য, ‘জুলাই মে পেয়দা হো যাও, ক্যাপ্টেন বান যাও’। কারণ এই জুলাইয়েই ভারতের অন্যতম সেরা তিন অধিনায়ক জন্মেছিলেন।
 

58

৭ জুলাই জন্মদিন গিয়েছে মহেন্দ্র সিং ধোনির। দেশকে দুটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছেন তিনি।
 

68

৮ জুলাই জন্মদিন গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিশ্ব ক্রিকেটে মঞ্চে নতুন টিম ইন্ডিয়ার জন্ম হয়েছিল যার হাত ধরে। ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ।
 

78

১০ জুলাই আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্করের জন্মদিন। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তিনিও সফল।

88

ফলে সেওয়াগের মতে মাঝে ৯ জুলাই ফাঁকা রয়েছে এছাড়াও যে সকল ক্রিকেটাররা জুলাই মাসে জন্মালে ভারতের অধিনায়ক হওয়ার যোগ থাকতে পারে। সেওয়াগের এমন অঙ্ক খুবই মনে ধরেছে নেটিজেনদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos