'সিংঘম' না 'গব্বর', এমএস ধোনির নতুন লুকস ঝড় তুলেছে নেট দুনিয়ায়

নিজের লুক নিয়ে বরাবরই খুব সৌখিন প্রাক্তন ভারত ধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন লুকে সকলের  মন জিতেছেন মাহি। ২০২১ আইপিএলের আগেও নিজের নতুন লুকসে ধরা দিয়েছিলেন এমএসডি। এবার করোনার কারণে আইপিএল বন্ধ হওয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। একইসঙ্গে আরও একবার নিজের নতুন লুকস পাল্টেছেন সিএসকে অধিনায়ক। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
 

Sudip Paul | Published : Jun 22, 2021 8:34 PM
110
'সিংঘম' না 'গব্বর', এমএস ধোনির নতুন লুকস ঝড় তুলেছে নেট দুনিয়ায়

নিজের নতুন লুক নিয়ে বরাবরই চর্চায় থাকেন এমএস ধোনি। এবার ধোনির লুকের বিশেষত্ব রয়েছে গোঁফে। শিখর ধাওয়ানের মতো পাকানো গোঁফ রেখেছেন মাহি। 

210

ধোনির নতুন লুক সামনে আসার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নতুন গোঁফে খুব ড্যাশিং দেখাচ্ছে মাহিকে।

310

ধোনির নতুন লুকে মজেছেন তার ভক্ত থেকে নেটিজেনরা। ধোনির নতুন লুকের ছবিতে সকলেই নানা ধরনের কমেন্ট করছেন। সকলেরই খুব পছন্দ হয়েছে এই গোঁফ।
 

410
বর্তমানে হিমাচলে প্রদেশে নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তার মাঝেই সামনে আসে ধোনির নতুন লুকস।
510
এয়ার পোর্টেও ধোনির সঙ্গে ছবি তুলতে চান সুরক্ষা আধিকারিকরা। তাদের আবদারও পূরণ করেছেন মাহি।
610

হিমাচলে ঘুরতে গিয়ে মেয়ে জিভার সঙ্গেও ছবি তুলেছেন ধোনি। যেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
 

710

শিমলার এক ব্যাট প্রস্তুতকারক কোম্পানির মালিক ধোনিকে ব্যাট উপহার দিয়েছেন। তাকেও সই করে একটি ব্যাট উপহার দিয়েছেন ধোনি।
 

810

হিমাচললের স্থানীয় পোষাকেও দেখায় যায় মহেন্দ্র সিং ধোনিকে। নতুন গোঁফে আর হিমাচলের পোষাকে ধোনিকে দারুণ মানিয়েছিল।
 

910

ঘুরতে গিয়ে নিজের ভক্তদের সঙ্গে দেখা হয়ে যায় ধোনি ও তার পরিবারের। সকলের সঙ্গে ছবি তোলেন ধোনি, সাক্ষী, জিভা।

1010

আইপিএল মাঝ পথে বন্ধ হলেও, ফের তা সেপ্টেম্বরে শুরু হতে চলেছে আরব আমিরশাহিতে। ফলে ফের একবার ২২ গজে ধোনিকে দেখার অপেক্ষায় ধোনি ভক্তরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos