আইপিএল নিলামের আগেই অবসর ঘোষণা ধোনির দলের তারকা ব্যাটসম্যানের, কী জানালেন ডুপ্লেসি

বৃহস্পতিবার আইপিএল নিলাম। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রকাশ্যে না আনলেও, মোটামুটি পাকা করে নিয়েছে কোন কোন ক্রিকেটারদের জন্য ঝাপাতে চলেছে তারা নিলামে। তবে নিলামের আগের দিন বুধবার অবসর ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি।
 

Sudip Paul | Published : Feb 17, 2021 8:47 AM IST

18
আইপিএল নিলামের আগেই অবসর ঘোষণা ধোনির দলের তারকা ব্যাটসম্যানের, কী জানালেন ডুপ্লেসি

সম্প্রতি পাকিস্তানের কাছে ২ ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর তারপর বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি।
 

28

সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। তিনি লেখেন,'আমার হৃদয় একেবারে স্বচ্ছ। নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়। সব ফর্ম্যাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের। তবে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।'
 

38

সেই পোস্টে ফাফ ডুপ্লেসি আরও লিখেছেন, '১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো’।
 

48

টেস্ট কেরিয়ারে  দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৬৯টি ম্যাচ খেলেছেন ডুপ্লেসি। ৪০.০২ গড়ে ৪১৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১০টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি।
 

58

অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন ফাফ ডুপ্লেসি। নিজের জাত চিনিয়েছিলেন তিনি। টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯।
 

68

টেস্ট ক্রিকেটে অবসর নিলেও, সীমিত ওভারের ক্রিকেট এখনও চালিয়ে যাবেন ফাফ ডুপ্লেসি। টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করে ও সাীমিত ওভারের ম্যাচে মনোনিবেশ করার জন্যই এই সিদ্ধান্ত ডুপ্লেসির।

78

বৃহস্পতিবার আইপিএল নিলাম। তার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন এমএস ধোনির দলের তারকা ব্যাটসম্যান। অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর তাকে আগামি জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট বিশ্ব।
 

88

গতবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন ফাফ ডুপ্লেসি। ১৩ ম্যাচে ৪৪৯ রান করেছিলেন তিনি। এবারও তাকে দলে ধরে রেখেছে সিএসকে। আইপিএলেও আরও একবার ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছে প্রোটিয়া তারকা।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos