ইংল্যান্ডের জন্ম জো রুটের স্ত্রী ক্যারি কটরেলের। সেখানেই ছোট বেলা, লেখা-পড়া ও বেড়ে ওঠা। পড়াশোনার শেষ করার পর হেডিংলিতে চাকরি করতেন তিনি। জো রুট ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবে খেলার সময় ক্যারি কটরেলের সঙ্গে আলাপ হয়। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে। ডেটিং করা শুরু করেন।