ভিলেন বৃষ্টি, ধুয়ে গেল প্রথম টি২০

Prantik Deb | Published : Sep 15, 2019 3:40 PM IST
15
ভিলেন বৃষ্টি, ধুয়ে গেল প্রথম টি২০
শনিবার থেকে আকাশে মেঘ দেখে আশঙ্কা ছিল, রবিবার ম্যাচটা আদৌও খেলা যাবে তো? আশঙ্কাই সত্যি হল। বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্যাচ। খেলা হল না একটাও বল।
25
শনিবার থেকেই বৃষ্টি চলছিল হিমালয়ের কোলে। তবে রবিবার বৃষ্টির তেজ যেন আরও বেশি। থেকেই থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি ধর্মশালায়। টস করার জন্য মাঠেই নামতে পারেল না দুই অধিনায়ক।
35
খেলা শুরু হওয়ার কথা ছিল সন্ধে সাতটা থেকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। ৭.৫০ পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ রেফারি, যদি ওভার কমিয়ে খেলা শুরু করা যায়, কিন্তু সেটা সম্ভাব হল না। ম্যাচ বাতিল ঘোষণা করতে হল তাদের।
45
অক্লান্ত পরিশ্রম করেও ম্যাচ আয়োজন করতে পারলেন না মাঠ কর্মীরা। ভিলেন সেই বৃষ্টি। হতাশ মাঠে খেলা দেখতে আশা দর্শকরাও।
55
হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় বিরাটদেরও। বুধবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ মোহালিতে।
Share this Photo Gallery
click me!

Latest Videos