রাজস্থানের সুরওয়ালের কাছে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন প্রাক্তন ভাপরত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দীন।
লালসট-কোটা হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখেই বোঝা যায় দুর্ঘটনা কতটা গুরুতর ছিল।
আজহার সপরিবারে রনথম্বোরে ফিরছিলেন। সেই সময় ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বেল প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনায় আজহারউদ্দিন সহ তার পরিবারের বড় কোনও আঘাত ছাড়াই রক্ষা পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
আজহারের সঙ্গে থাকা ব্যক্তির অল্প চোট লেগেছে। তাকেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পরে পুলিস গিয়ে আজহারউদ্দিনের গাড়িটিকে উদ্ধার করে। প্রাক্তন ভারত অধিনায়ককে অন্য গাড়িতে করে হোটেল নিয়ে যাওয়া হয়।
Sudip Paul