তবে এই প্রথমববার নয় যে নতাসা নিজের বিকিনি পরিহিত ছবি শেয়ার করলেন। এর আগেও নাতাশা আইপিএল চলাকালীন দু-তিনবার তার বিকিনি পরা ছবি শেয়ার করেছেন, যা নেটিজেনরা খু ই বেশ পছন্দ করেছেন। এখন এই ফটোতে দেখুন, সুইমিং পুলের জলে লাল বিকিনিতে নতাশাকে কতটা হট দেখাচ্ছে। একে লাল বিকিনি, তার উপর রোদে ঔজ্জ্বল্য তার গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছে।