IPL 2022 Final- আইপিএল ফাইনালের মহারণ কোন তারকাদের হতে পারে কড়া টক্কর, দেখে নিন এক ঝলকে

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস (GT vs RR)। হার্দিক পান্ডিয়া না সঞ্জু স্যামসন কার হাতে উঠবে ট্রফি তা দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। ফাইনালের মত মহারণে একাধিক প্লেয়ারের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে ক্রিকেটে প্রেমিরা। ফাইনাল ম্যাচ শুরুর আগে আপনারাও দেখে নিন আজ কোন কোন তারকার মধ্যে হতে পারে কড়া টক্কর। 
 

Sudip Paul | Published : May 29, 2022 6:42 AM IST
111
IPL 2022 Final- আইপিএল ফাইনালের মহারণ কোন তারকাদের হতে পারে কড়া টক্কর, দেখে নিন এক ঝলকে

জস বাটলার বনাম শুবমান গিল-
ফাইানালে রাজস্থান ও গুজরাটের দুই ওপেনার জস বাটলার ও শুবমান গিলের লড়াইয়ে কে বেশ রান করে তা দেখার বিষযয়।  এখনও পর্যন্ত আইপিএলে ৪টি শতরান, ৪টি অর্ধশতরান সহ ৮২৪ রান করে ফেলেছেন জস বাটলার। বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। অপরদিকে ফর্ম ওঠা নামা করলেো ১৫ ম্য়াচে ৪৩৮ রান করেছেন শুবমান গিল। রয়েছে চারটি অর্ধশতরান। 
 

211

ঋদ্ধিমান সাহা বনাম যশশ্বী জয়সওয়াল-
গুজরাট টাইটানসের  ওপেনিংয়ে দলকে ভরসা দিয়েছেন ঋদ্ধিমান সাহা। অনবদ্য ব্য়াটিং করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্য়ান। ইতিমধ্যেই ৩টি হাফ সেঞ্চুরি সহ ১০ ম্য়াচে ৩১২ রান করে ফেলেছেন  ঋদ্ধিমান সাহা। অপরদিকে  রাজস্থান রয়্যালসের ওপেনিংয়ে ভরসা দিয়েছেন যশশ্বী জয়সওয়াল। এখনও পর্যন্ত ৯ ম্য়াচে ২টি অর্ধশতরান সহ ২৩৬ রানন করেছেন জসওয়াল। ফাইনালে আরও একবার নিজের সেরাটা দিতে মরিয়া দুই তারকা।

311

হার্দিক পান্ডিয়া  বনাম সঞ্জু স্যামসন 
ফাইনালে জমে উঠবে দুই অধিনায়কের লড়াই। হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের অধিনায়কত্বের র প্রশংসা করেছেন সকলেই। ব্য়াট হাতে ৪টি হাফ সেঞ্চুরি সহ ৪৫৩ রান করেছেন হার্দিক পান্ডিয়া। সর্বোচ্চ স্কোর ৮৭ রান। অপরদিকে, এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৬টি ম্য়াচ খেলে ৪৪৪ রান করেছেন সঞ্জু স্য়ামসন। ফাইনালে জ্বলে উঠতে মরিয়া ২ জন।

411

ম্যাথু ওয়েড বনাম দেবদূত পাড়িকল-
দুই দলের মিডল অর্ডারে বড় ভরসার নাম দেবদূত পাড়িকল ও ম্য়াথু ওয়েড। এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ ১৬ ম্য়াচে ৩৭৪ রান করেছেন পাড়িকল। অপরদিকে ৯ ম্য়াচে করেছন ১৪৯ রান করেছেন ওয়েড। তবে দুজনেই এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফাইনালে সেরাটা দেওয়াই লক্ষ্য।
 

511

ডেভিড মিলার বনাম শিমরন হেটমায়ার-
এবারের আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন ডেভিড মিলার ও শিমরন হেটমায়ার।  এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ৪৪৯ রান করেছেন মিলার। ৫০-এর বেশি গড়ে এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ ১৪ ম্য়াচে ৩০৩ রান করেছেন হেটমায়ার।  দুই তারকাই দলের হয়ে একাধিক ম্য়াচ উইনিং ইনিংস খেলেছেন। আরও একবার তা করে দেখাতে মরিয়া দুই তারকা।

611

রাহুল তেওয়াটিয়া বনাম রিয়ান পরাগ-
রাজস্থান ও গুজরাট দলের লোয়ার মিডিল  অর্ডারে ও ম্য়াচ ফিনিশার হিসেবে খেলছেন রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগ। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ২১৭ রান করেছেন রাহুল তেওয়াটিয়া।  ১৬ ম্য়াচে ১৬৮ রান করেছেন রিয়ান পরাগ। ফাইনালেও ব্য়াট হাতে জ্বলে ওঠার অপেক্ষা দুই তারকা।
 

711

রাশিদ খান বনাম যুজবেন্দ্র চাহল-
রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস দলের স্পিন অ্যাটাকে দুই তারকা লেগ স্পিনার রাশিদ খান ও যুজবেন্দ্র চাহলের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। এখনও পর্যন্ত এবারের আইপিএলে  ১৬ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন চাহল। ১৫ ম্য়াচে ১৮টি উইকেট নিয়েছেন রাশিদ খান। ফাইনালে সেরাটা দেওয়ার অপেক্ষায় দুই তারকা।
 

811

রবিচন্দ্রন অশ্বিন বনাম সাই কিশোর-
রাজস্থান রয়্যালসের স্পিন অ্য়াটাকে অন্যতম সেরা ভরসা রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে  গুজরাট দলকে ভরসা দিচ্ছে ম তরুণ বাঁ হাতি স্পিনার সাই কিশোর। ১৬ ম্য়াচে ১২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্য়াট হাতে ১৮৫ রান করেছেন অশ্বিন। ৪ ম্য়াচে ৪টি উইকেট নিয়েছেন সাই কিশোর। স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত দুজনেই।
 

911

মহম্মদ শামি  বনাম ট্রেন্ট বোল্ট -
গুজরাট ও রাজস্থানের পেস অ্যাটাকে সবথেকে বড় ভরসা মহম্মদ শামি ও ট্রেন্ট বোল্ট। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ১৯টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। অপরদিকে ১৫ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ফাইনালে আরও একবার নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় দুই তারকা পেসার।
 

1011

লকি ফার্গুসন বনাম প্রসিদ্ধ কৃষ্ণা-
ফাইনালে দুই দলের পেস অ্যাটাকে লকি ফার্গুসন বনাম প্রসিদ্ধ কৃষ্ণার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।  মরসুমে ১৬ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা।  ১২ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন লকি ফার্গুসন।  ফাইনালে আগুন ঝরাতে প্রস্তুত দুজনেই। 
 

1111

যশ দয়াল বনাম ওবেড ম্য়াককয়-
আইপিএল ২০২২-এ ৬টি ম্যাচ খেলে  ১১টি উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের পেসার  ওবেড ম্য়াককয়। অপরদিকে, ৮ ম্য়াচে ১০টি উইকেট নিয়েছেন যশ দয়াল। ফাইনালে আরও একবার সেরাটা দেওয়ার অপেক্ষায় দুই পেসার। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos