জস বাটলার বনাম শুবমান গিল-
ফাইানালে রাজস্থান ও গুজরাটের দুই ওপেনার জস বাটলার ও শুবমান গিলের লড়াইয়ে কে বেশ রান করে তা দেখার বিষযয়। এখনও পর্যন্ত আইপিএলে ৪টি শতরান, ৪টি অর্ধশতরান সহ ৮২৪ রান করে ফেলেছেন জস বাটলার। বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। অপরদিকে ফর্ম ওঠা নামা করলেো ১৫ ম্য়াচে ৪৩৮ রান করেছেন শুবমান গিল। রয়েছে চারটি অর্ধশতরান।