হাসিন সোস্যাল মিডিয়ায় একটি মাস্ক পড়ে ছবি পোস্ট করেছেন। আর তার ক্যাপশনে হিন্দি গানের লাইন তুলে তিনি লিখেছেন,'কিতাবে বহতসি পড়ি হোঙ্গে তুমনে, ম্যাগর ক্যাভি আখে পড়ি হে মেরি জান'। কিন্তু হঠাৎ কাকে 'জান' অর্থাৎ 'জীবন' বলে সম্বোধন করলেন হাসিন জাহান তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।