শামির সঙ্গে ঝামেলার পর থেকেই মেয়েকে নিয়ে একা থাকেন হাসিন জাহান। আইপিএল খেলতে গিয়ে মেয়েকে মিস করার কথাও বলেছিলেন মহম্মদ শামি। এছাড়াও হাসিন জাহানের এর আগেও বিয়ে হয়েছে, বাচ্চাও রয়েছে তার। শামির সঙ্গে হাসিন জাহানের বিবাদের প্রসঙ্গে বেশিরভাগ মানুষই শামির পক্ষে কথা বলেন।