বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে না পারলেও, ব্য়াট হাতে বিদ্ধংসী ইনিংস খেলেছে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। ১৪ বলে ৫০ করে আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুত অর্ধশতরানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে কেএল রাহুলও ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ড্যানিয়েল সামসের এক ওভারে নেন ৩৫ রান। ১৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন প্যাট কামিন্স। ৬টি ছয় ও ৪টি চারে সাজানো তার ইনিংস।