Published : Sep 02, 2020, 01:43 PM ISTUpdated : Sep 02, 2020, 01:45 PM IST
আইপিএলের অন্যান্য দলের মতই অনুশীলন শুরু করে দিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জোর কদমে চলছে আরসিবির অনুশীলন। তবে বিরাট কহোলি ক্রিকেটকে নিয়ে যে তিনি কতটা সিরিয়াস ও আবেগ প্রবণ ফের তার প্রমাণ দিলেন। অন্যান্য দল যেখানে আরবে গিয়ে খেলার মাঝে অন্যান্য আনন্দও উপভোগ করছে, সেখান বিরাট কোহলি তার দলকে সাফ জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ঘুরতে বা ছুটি কাটাতে নয়, খেলতে এসেছেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজে ও আরবিসির তরফ থেকে অনুশীলনের একাধিক ছবি শেয়ার করেছে, যা দেখেই পরিষ্কার মরু দেশে প্রথম আইপিএল জেতার জন্য বদ্ধপরিকর ক্যাপ্টেন কোহলি।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ইউটিউব অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখান ক্রিকেট, করোনা ভাইরাস সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
210
সেখানেই বিরাট কোহলি পরিষ্কার জানিয়ে দেন,'আমরা এখানে প্রত্যেকে ক্রিকেট খেলতে এসেছি। মজা করতে বা ঘুরে বেড়াতে নয়। আমাদের কাছে সেই সময়টাই নেই।'
310
এই মহামারীর পরিস্থিতিতে ফের ক্রিকেটে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে বলেও জানিয়েছেন বিরাট। তার কথায়,'দুঃসময়ের মধ্য দিয়ে সবাই চলেছেন। সৌভাগ্যবান হওয়ায় অতিমারির মধ্যে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছি আমরা। কোনওরকম অবাঞ্ছিত পদক্ষেপ করা উচিত নয়।'
410
এই কঠিন পরিস্থিতিতে সকলকে নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন কোহলি। বলেছেন,'এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলের ক্রিকেটার, প্রশিক্ষক, কর্তা ও কর্মীদের জৈব-সুরক্ষা প্রযুক্তির যাবতীয় নিয়ম মেনে চলতে হবে।'
510
দীর্ঘ দিন পর অুশীলন নামতে পেরে খুব খুশি বিরাট। নিজেতে পুরনো ছন্দে ফিরে পেতে যথাসাধ্য চেষ্টাও করছেন ভারতীয় দল তথা আরসিবির অধিনায়ক।
610
অনুশীলন প্রসঙ্গে বলেছেন,'কয়েক মাস আগেও ভাবা যায়নি এ বার আইপিএল হবে। আগের দিন অনুশীলনে নামার সময় মনে হচ্ছিল, কত দিন নে্টে ব্যাট করিনি। শুরুতে চাপ অনুভব করছিলাম। পরে সব স্বাভাবিক হয়ে যায়।'
710
দর্শকশূন্য স্টেডিয়াম প্রসঙ্গে ইউটিউব শোতে বিরাট বলেছেন,'প্রথমে খুব কঠিন এবং অবিশ্বাস্য লাগছিল। কারণ, গত ১০ বছরে ব্যাটে বল লাগার প্রতিধ্বনি শুনিনি। শেষ বার এই অভিজ্ঞতা হয়েছিল রঞ্জি ট্রফিতে। ক্রিকেট জীবনে কোনও না কোনও সময়ে এই অভিজ্ঞতা সকলের রয়েছে। খেলার মাঠে দর্শকের অবদান বিশাল। কিন্তু তাঁরা সাময়িক ভাবে প্রেরণা দেন।'
810
বিরাটের অনুশীলনের ছবিগুলি দেখেও পরিষ্কার যে এবার আইপিএল নিয়ে তিনি কতটা সিরিয়াস। পুরো দলের মধ্যেও সেই সিরিয়াসনেসটাই চাইছেন কোহিল।
910
প্রথম দিকে নেটে নিজেকে আগের মত না পাওয়াতেও একটু ঘাবড়ে গিয়েছিলন ঠিকই, কিন্তু পরের দিকে নেটে জমিয়ে ব্যাট করেন বিরাট। নিজের ট্রেডমার্ক শটগুলিও খেলেন তিনি।
1010
আইপিএল শুরুর আগে পুরো দলকে গুছিয়ে নিতে চাইছেন বিরাট। শেষবার ২০১৬ সালে ফাইনালে উঠলেও ট্রফি অধরা থেকে গিয়েছিল বিরাটের। এবার আইপিএল জয়ের স্বপ্নপূরণ করতে চান বিরাট কোহলি।