প্রায় ২ বছর লড়াই করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছতে পেরেছিল ভারতীয় ক্রিকেট দল. কিন্তু ফের তীরে এসে তরী ডোবে বিরাট ব্রিগেডের। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে। সেই রেশ কাটতে না কাটতেই আগামি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। ভারতীয় দলের টেস্টে ফের বিশ্ব সেরা হওয়ার লড়াই শুরু হবে আগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে। এক ঝলকে দেখে নিন।