মানকাডিং পদ্ধতিতে রান আউট-
মানকাডিং পদ্ধতিতে আউট করা নিয়ে নানা সময়ে ক্রিকেটে নানা বিতর্ক হয়েছে। অসৎ উপায়ে আউট করাও বলা হত এই পদ্ধতিকে। এবার থেকে আর মানকাডিংকে অসৎ উপায়ে আউট বলে ধরা হবে না। নন স্ট্রাইকারের দিকে দাঁড়িয়ে থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে বোলার তাঁকে রান আউট করতে পারবেন।