অশ্বিন প্রথম স্থান দখলের পর , দ্বিতীয় স্থানে রইলেন মুরলিধর। বাঁ হাতিদের আউট করার তালিকায় তৃতীয় স্থানে ১৮৬ উইকেট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, ১৭২ উইকেট নিয়ে চতুর্থস্থানে গ্লেন ম্যাকগ্রা, ১৭২ উইকেট নিয়ে পঞ্চম শেন ওয়ার্ন, ষষ্ঠ স্থানে ১৬৭ উইকেট নিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে।