ভারতীয় টি২০ দলের (Indian T20 team) পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে স্বপ্নের শুরু করলেন রোহিত শর্মা(Rohit Sharma)। একইসঙ্গে পূর্ণ সময়ের কোচ হিসেবে প্রথম সিরিজটা ভালোই গেল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে ৩ ম্য়াচের সিরিজে শুধু ট্রফি জয়ই নয়, কিউইদের হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া (Team India)। ছবিতে দেখে নিন ইডেন ম্যাচের প্রতিটি মুহূর্ত।
এদিন ইডেন গার্ডেন্সের রীতি মেনে ঘণ্টা বাজিয়ে খেলার আনুষ্ঠানিক শুরু করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ ঘণ্টা বাজানোর পরই হাততালিতে গর্জে ওঠে গোটা ইডেন গার্ডেন্স।
210
এদিন টসে জিতে রাতের খেলায় একটু প্রথা ভেঙে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দলের বোলারদের কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ও দলের শক্তি বোঝার জন্য এমন সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। একইসঙ্গে তার প্রমাণ করার ছিল রাতের খেলায় পরে বোলিং করেও ম্যাচও জেতা যায়।
310
এদিন ব্যাট হাতে ওপেন করতে নেমে ঝোড়ো শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। কেএল রাহুলকে এদিন ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। পাওয়ার প্লে শেষের আগেই অর্ধশতরানের পার্টনাপশিপ পূরণ করে ফেলেন রোহিত-ইশান জুটি।
410
প্রথম উইকেটে ৬৯ রানের পার্টনারশিপ করেন রোহিত শর্মা ও ইশান কিশান। তারপরই ব্যক্তিগত ২৯ রানে আউট হন ইশান। প্রথম উইকেট পড়তেই ৮৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। খাতা না খুলে প্যাভেলিয়নে যান সূর্যকুমার যাদব ও ৪ রান করে আউট ঋষভ পন্থ। ৩ উইকেটই নেন মিচেল স্যান্টনার।
510
অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান রোহিত শর্মা। নিজের অর্ধশরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা। ইশ সোধির বলে আউট হন ভারত অধিনায়ক। ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস।
610
এর পর শ্রেয়স আইয়রের ২৫, ভেঙ্কটেশ আইয়রের ২০,হার্সাল প্যাটেলের ১৮ ও দীপক চাহারের ২১ রানের ইনিংসের সৌজন্যে ১৮৪ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে রোহিত শর্মা সর্বোচ্চ ৫৬ রানের পাশাপাশি নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার নেন তিনটি উইকেট।
710
রান তাড়া করতে নেমে নিউজিল্যাবন্ডের মার্টিন গাপটিল ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান তেমন রান পায়নি। গাপটিল খেলেন ৩৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৪টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। শেষ পর্যন্ত যুজবেন্দ্র চাহবের শিকার হন তিনি।
810
এছাড়া টিম সেইফার্ট ১৭ ও লকি ফার্গুসনের ১৪ রানের ইনিংস ছাড়া কোনও কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের সংখ্যায় পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ১১১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড দল। ৭৩ রানে ম্যাচ জিতে নেয়ে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের দল।
910
এদিন ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন হার্সল প্যাটেল ও একটি করে উইকেট পান দীপক চাহার, যুজবেন্দ্র চাহল, ভেঙ্কটেশ আইয়ররা।
1010
এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে শুধু হোয়াইট ওয়াশ করাই নয়, বিশ্বকাপে হারের বদলাও নিল ভারতীয় ক্রিকেট দল। একইসঙ্গে ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে ভারতীয় ক্রিকেট শুরু হয়ে গেল রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় যুগের সূচনা।