চেতেশ্বর পুজারা-
দীর্ঘ দিন ধরে ব্যাটে বড় রান নেই ভারতীয় টেস্ট দলের তিন নম্বর চেতেশ্বর পুজারার ব্য়াটে। তার ফর্ম ও দলে জায়গা পাওয়া নিয়েও উঠছিল প্রশ্ন। তবে দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সি উইকেটে পুজারার অভিজ্ঞতা,টেকনিককে বাদ দেওয়া সত্যিই খুবই কঠিন। নিজেকে প্রমাণ করতে মরিয়া পুজারা।